চুপ করে আছি মানে সব মেনে নিইনি-
মূর্খের সাথে তর্ক করে কোনও লাভ নেই।
জবাব দিচ্ছি মানে ঝগড়া করতে আসিনি-
বাঁচার তাগিদ অনুভব করেছি তাই।


ঝগড়া করা স্বভাব যার, তাকে চুপ করানো যায় না।
যে চুপচাপ থাকতে ভালোবাসে, কলহের সময় সে শান্তি খোঁজে।
বিচক্ষণ মানুষ যথা সময়ে যথা কাজ করেন।