বই-এর পাতায় সর্বদা মুখ গুঁজে থাকলে, যায় কী দেখা সূর্য!
পরীক্ষার জাঁতাকলে ফাঁসলে, যায় কী দাঁড়ানো মুমূর্ষুর পাশে!
নিজের পায়ে দাঁড়াতে গেলে ভুলতে হয় ভুবন!
ইঁদুর দৌড়ে কেরিয়ারিস্ট ভাসে...


হাত বাড়ালেই যায় না ধরা রোদ বৃষ্টি।
শরীর থাকলেই গায়ে লাগে না জল হাওয়া।
দৌড়তে দৌড়তে দুটো পা খোঁজে মাটির স্তব্ধতা...
বাঁচার আশায় এ যেন মরে যাওয়া!