ছাঁচে ছানার মিষ্টি তৈরি হয়
কিন্তু মানুষের ছানা কী তৈরি হয় তাতে!
টোটালিটেরিয়ান যেই হোক- ডান হাত বা বাঁ হাত-
ধোপে টেকে না।
ছাঁচ ফেটে মানুষের বিকাশ গড়িয়ে পড়ে:
রসগোল্লার রসের মতো নয়, প্রদীপের তেলের মতো।
'আমরা সবাই রাজা' যিনি লিখেছিলেন,
তাকে আর যাই বলো, রাজপুত্র বলো না।
চিঠিতেই ছাঁচ ফেটে চুরমার হওয়ার কথা তিনি ভেবেছিলেন-
দশ টুকরো হওয়ার আগাম খবর।
বার্লিনের পাঁচিলও উঠেছিল একই কারণে- আমার অভিমত।
ছাঁচ ফেটে পড়ে আছে আজ হিটলারের কবরে
অথবা সাইবেরিয়ার ঠাণ্ডা কফিনে।
তার খোঁজ আমি আর রাখি না,
যেটা রাখি, সেটা মানুষের খোঁজ।
মানুষের পেট থেকেই মানুষ জন্মায়, ছাঁচে নয়।