চিঠি পেলাম না তোমার-
শেষ হয়েও যার হয়না শেষ: দীর্ঘ অপেক্ষার।
রাধাচূড়ার হিয়া ভরা হলুদ পাতায়।
উদাসী মনের ভিতর বাঁশির করুণ সুর বয়ে যায়।
আমার নৌকা পাল তোলে অসময়ে।
স্নিগ্ধ বাতাস গেছে মরে বেদনার ঘায়ে।
সূর্যের ম্লান আলোয় ছায়াঘন নদী তীর।
সপ্ত সুরের নেই ঠাঁই: ব্যস্ততার ভিড়।
মেঘের কালিমা বেঁধেছে বাসা চাঁদের স্নিগ্ধ কোলে।
খসে পড়ে তারা যত আপন মনের ভুলে।
খাঁচার পাখি হারায় ঠিকানা অনন্ত নীল আকাশের বুকে।
গাছের ফুল ধুলোয় লুটায় অব্যক্ত দুঃখে।