ডিপ্রেশন মানে নিম্নচাপ |
ডিপ্রেশন মানে বিষণ্ণতা |
আকাশের কালো মেঘ বাসা বাঁধে মনের গভীরে-
বৃষ্টি ঝরে কান্না হয়ে |
প্রকৃতি সজল হয়-
হালকা হয় মন |


নিম্নচাপ কেটে গেছে,
তবু বিষণ্ণতা চিরসাথী হয়ে রয়ে গেল |
কাঁদলে মনটা একটু হালকা হয়-
গাছের খয়েরি পাতা ঝরে অকাল বৃষ্টির মতো |


জীবনের আরেক নাম আকাশ-
এখানে নিম্নচাপ ঘুরে ফিরে আসে বারবার |
বিষণ্ণতা তাই গিয়েও যায় না-
যেমন সমুদ্র তীরে ভিজে বালির দীর্ঘশ্বাস
রোদের তাপে শুকিয়েও শুকায় না!