দেশে আমার কলির ঘনঘটা।
দেশে আমার বেজেছে বারোটা।
দেশে আমার জ্ঞানের খরা।
দেশে আমার  জ্যান্ত মানুষ মরা।
দেশে আমার মানবিকতার উদাসীনতা।
দেশে আমার যৌবনের উশৃঙ্খলতা।
দেশে আমার বার্ধক্যের অপমান।
দেশে আমার হারিয়েছে তাজা প্রাণ।
দেশে আমার বিপন্ন ধর্মভক্তি।
দেশে আমার  বিদেশী সংস্কৃতি।
দেশে আমার হিংসার আস্তানা।
দেশে আমার নারীর লাঞ্ছনা।
দেশে আমার রাজনীতির পটভূমি।
দেশে আমার মন্ত্রী আমলার ভণ্ডামি।
দেশে আমার অবৈধ আন্দোলন।
দেশে আমার মার্কিনি মূলধন।
দেশে আমার অর্থের অর্থনাশ।
দেশে আমার গরীবের সর্বনাশ।
দেশে আমার  খাদ্যের বড় অভাব।
দেশে আমার শোষণের প্রাদুর্ভাব।
দেশে আমার আইনের অপপ্রয়োগ।
দেশে আমার শিশুদের মারণ রোগ।
দেশে আমার ম্যাচ গড়াপেটা।
দেশে আমার ঐক্যের ভাঁটা।
দেশে আমার অবাধ ব্রেন ড্রেন।
দেশে আমার অসত্যের লেনদেন।
দেশে আমার নোবেল গিয়েছে চুরি।
দেশে আমার মিথ্যে বাহাদুরি।
দেশে আমার মানীর নেই মান।
দেশে আমার ফুরিয়েছে কলতান।