তুমি কী মাটির পুতুল
না, বৈজ্ঞানিক মস্তিষ্কের এক ঐতিহাসিক ভুল ?
তুমি কী পুজো পাঠ অনুষ্ঠান আচার
না, গুণাবলী ধরণের আধার ?
তুমি কী দিবা স্বপ্ন
না, শ্রেষ্ঠ জীবকে দাওনি হতে বন্য ?
তুমি কী বিরাজ করো অসত্যের আঙিনায়
না, সত্যের দাবানলে মানব শরীর দগ্ধ হয় ?
তুমি কী সাম্প্রদায়িক হানাহানির হেতু
না, সম্প্রীতির এক কংক্রিটের সেতু ?
তুমি কী হারিয়ে যাবে এই বিশ্ব চরাচরে
না, সবকিছুর ভিতর থাকবে বেঁচে অগোচরে ?