১) শরৎ বাবু


গ্রীষ্মের প্রখর রোদে চৌচির মাঠ
বুক ফাটা শোষিত মানুষ
বোবার মুখের স্বর চোরাবালির কবলে
প্রতিবাদের বাক্য নিরুদ্দেশ


স্বয়ং ঈশ্বর কখনোই আসেন না
হাজার ডাকলেও
তিঁনি মানুষের দরবারে মানুষ পাঠান


অসহায় অবহেলিত অস্পৃশ্য
মানুষের কথার বই প্রকাশিত


মানুষ জানলো মানুষের দুঃখ
পশু জানলো পশুর দুঃখ
পাখি জানলো পাখির দুঃখ
পোকা জানলো পোকার দুঃখ


শরতের আকাশে স্নিগ্ধ চাঁদ
বাবু হয়ে বসলেন রাতের আর্তনাদের ভিড়ে।


২) জনগণের তন্ত্র


আমি যা খুশি খাই
আমি যেখানে খুশি যাই
আমি যা খুশি পরি
আমি যেখানে খুশি থাকি


স্বাধীন সরকারের অধীনেও স্বাধীন মানুষ নয়
যে যার নিজের অধীনে
প্রজা রাজারই অঙ্গ
রাজা প্রজারই শিরা উপশিরা
যে যার কাজ করে খায়
কেউ কারো কাজ কেড়ে খায় না


অতি স্বাধীনতায় ফসল নষ্ট
ভুল কথা
পরাধীনতায় ফসল ফলেই না
সে পরাধীন দেশের পরাধীনতাই হোক
বা স্বাধীন দেশের পরাধীনতা
বিকাশ ঘটে বিবেক যখন উন্মুক্ত
ছাঁচে মিষ্টি হয়
মানুষের ছানা কভু নয়।