ফুলশয্যা কী রকম-
ফুলের ওপর শোয়া
না, বুকের ওপর ফুলের চাপে চিরতরে ঘুমিয়ে যাওয়া!


ফুল চন্দন পরে কখন-
সুগন্ধি ঘরে ঢোকার মুখে
না, লেলিহান শিখার খিদে মেটাতে!


দু মুখো সাপ বলি কেন?
এ সাপ যেতেও কাটে, আসতেও কাটে!


ফুলশয্যা দু বার হয়, ফুল চন্দনও দু বারই পরে।
বামনের ভাগ্যে তা একবারই লেখা-
চাঁদ সে ধরলো কই!