করোনা এসেছে চীন থেকে |
পঙ্গপাল পাকিস্তান ঘুরে |
মাটির গন্ধ সোঁদা, বারুদে হিংসার গন্ধ...
মাটির সহিষ্ণুতা, খুনির রক্ত, সময় ভবঘুরে!


ভারতের একার কোনও দায় নেই-
গণতন্ত্রে বিশ্বাস করা কী পাপ!
মর্যাদা দিতে পারার মানে কখনওই নয়
দুর্বলতার অভিশাপ...


যুদ্ধ যুদ্ধ খেলার পরিণতি অশেষ...
বড় হওয়ার এটাই কী নমুনা, শিক্ষা সভ্যতা ম্লান...
হারানো শান্তি, হারানো গণতন্ত্র:
১৯৪৭ থেকে ২০২০; ১৯৬২ থেকে ২০২০- কতশত অলিখিত গান!


মাথার বদলে মাথা-
একই নায়কের ব্যাখ্যা, যা প্রজাতন্ত্র শেখায় না...
ডান বাম এখানে এক: বৃহত্তর গণতন্ত্র আলাদাই |
ইতিহাস সাক্ষী: খুনের পরাজয়, মানবিকতার ক্ষমতা |

শেষ এখন বহু দূর- সমুদ্রের এপার ওপর-
শুরু হল কই!
বিপুল মানুষের ভিড়ে, সীমাহীন মানবতার দরবারে,
মানুষের রায় ঠিক খুঁজে নেবে আপন খেই |