দুঃখ মানুষের জীবনের একটা অবিচ্ছেদ্য অঙ্গ-
যার টাকা আছে তার মান নেই,
যার মান আছে সে হাভাতে,
যার ভাত কাপড়ের অভাব নেই তার জ্ঞানের পরিধি ক্ষুদ্র,
কারো জ্ঞান আছে অথচ পুত্র নেই,
কারো পুত্র আছে কিন্তু মিল নেই,
কারো পরিবারে মিল আছে কিন্তু বাসস্থান নেই,
কারো বাসস্থান আছে অথচ ভোগ নেই,
কারো ভোগ আছে কিন্তু যোগ নেই,
কেউ যোগী কিন্তু মনে তার শান্তি নেই...


দুঃখ কত শত রূপে দেখা দেয় এই সংসারে-
কত মানুষের কত রকম জ্বালা:
জলের মতো-
যে পাত্রে রাখবে তার রূপ রং নেবে !
কিন্তু জল ধুয়ে দেয় সব,
তবু দুঃখকে ধুয়ে ফেলতে সে ব্যর্থ !