১/ সহিষ্ণুতা


'আমার হাত দেখে বলতে পারেন,
আমি জীবনে বড় হতে পারবো কিনা'?


'বড় হতে চাও,
এই জ্বলন্ত কয়লার টুকরোটা হাতে ধরে থাকো' !


ও বেশিক্ষণ  সেটা ধরে রাখতে পারল না-
কয়েক মুহূর্ত মাত্র।
বুঝল, বড় হওয়ার আসল রহস্য!


২/ না


ঘুমিয়ে কাটে রাত,
সময় কাটে না।
অপেক্ষা করে কাটে সময়,
জীবন কাটে না।
কাজ করে কাটে জীবন,
টানাপড়েন শেষ হয় না।
সফলতা টানাপড়েনের ভারসাম্য বজায় রাখে
কিন্তু চাহিদা পূরণ হয় না।