আমি বৃহৎ সমুদ্রের একটি বিন্দু-
পরমাত্মা আর জীবাত্মা যেমন |
তাঁর সাথে মিলনই লক্ষ্য:
ভোগবাদ বিধ্বংসী আগুন |  


আমি রক্তে মাংসে গড়া মানুষ |
মাটিই বাস্তব | আকাশ কুসুম |
খাই দাই, গান গাই, দিনে ঘুরে বেড়াই...
হিসেব কষতে কষতে রাতে ঘুম |


আমি যন্ত্রী, তুমি যন্ত্র |
আমার হাতের পুতুল তুমি-
তাই বলি আমাতে মন দিও:
দেখবে আমিই তোমার অন্তরের অন্তর্যামী |


আমার জীবন আমিই গড়ি |
প্রকৃতির কোলে জন্ম, প্রকৃতিতেই বিলীন...
দেব দানব, এপার ওপর- সবই আমার হৃদয় |
জীবনের সেবায় জীবন দেবো | দিব্যজ্যোতি অচিন |


এ সাধনা বহু জন্মের ফল-
আমি বলি তুমি মূর্খ |
চোখের ধুলো ধুয়ে জলে
দেখো আকাশ পানে উজ্জ্বল রক্তাভ অর্ক |


চোখের আলোয় দেখবো জগৎ:
সুন্দর শোভায় ভরা দুনিয়া |
মানুষের সুখে সুখী আমি, মানুষের দুঃখে ব্যথী-
জগৎ ছেড়ে যেতে আমার মন যে চায় না |