১/ সেই প্রশ্নতে


কিশমিশ জলে রাখলে সেটা আঙ্গুর হয়,
আবার আঙ্গুর কিশমিশের রূপ নেয় দারুণ রোদের তাপে।
সফলতা মানুষকে শুকতারার মতো উজ্জ্বল করে,
আর হেরে যাওয়া মানুষের শেষ নেমে আসে অন্যের পাপে।


হার জিতের খেলা বড় সাংঘাতিক এই পৃথিবীতে।
কর্ম না ভাগ্য- কে জেতে ময়দানে ? ঠেকেছে মানুষ সেই প্রশ্নতে !


২/ নামাবলি


রাজনীতিক ফেঁসেছেন রাজনীতির জালে।
সোনাদানা ভুলে নামাবলি গায়ে জড়ালেন অকালে !