শান্ত কোল আর পোক্ত ছাউনি
নিরাপদ মানুষের জীবন।
মায়ের মমতা ও বাবার ছায়ায়
গড়ে ওঠে সাত রাজার ধন।


মানুষের মতো মানুষ হওয়া,
লড়াই করে বেঁচে থাকা...
দুজনের দুটো হাত ধরলে
বিশ্বসংসারে মেলে না পরাজয়ের দেখা।


হীরা কেউ খুঁজে আনে,
কেউ বসে সেটা কাটে-
চকচক করে তারপর।
দুজনেই মহান বটে।


মূল্যবোধ না থাকলে, খেলোয়াড় না হলে,
জীবনটাই বৃথা।
কোল হারালে, ছাউনি হারালে, মানুষ বুঝতে শেখে তার মূল্য:
রাগ অভিমান ভাসিয়ে দেয় চিরন্তন ব্যথা।


মা বাবা না হলে বুঝবো না সন্তানের মর্ম।
যে ঋণের অর্থ ঈশ্বর লাভ, তার দেখা পাবো কই?
ভালো মা বাবা হয়ে দেখতে হবে...
সকল জ্বালার মাঝে এক মুঠো খেই !