একে একে সব বন্ধুর বিয়ে হয়ে গেল,
শুধু একা আমি পড়ে রইলাম |
জনসমুদ্রের ভিড়ে কান্ত পথিকের মন চায়
সমুদ্র তীরে বসে শুকাতে ক্লান্তির ঘাম |
রজনীগন্ধা হাতে নিয়ে দোকানদারকে টাকা দিই,
দিতে পারি না সুগন্ধটার দাম |
সূর্যোদয়ের অপেক্ষা করি জানলার পাশে বসে,
যখন নীলাকাশের রং ঘনশ্যাম |
আমি চলি আল পথ বেয়ে চিঠির খোঁজে,
হাতে আমার শূন্য খাম |
রোদ মেখে থাকি শুয়ে কচি ঘাসের ওপর,
হঠাৎ কালবৈশাখী বয়ে আনে কার নাম?
মাখি ঝড়ের চঞ্চলতা, মাখি বৃষ্টির ফোঁটা...
কার যেন বিদায় কালে কাঁদছে গোটা গ্রাম |