আমার বাবা যখন আমায় নিতে এসেছিলেন,
তখন আমি যায়নি, তোর মুখটা ভেবে-
তুই কার পরিচয়ে বাঁচবি?
সব সহ্য করে আমি থেকে গেছি কারণ তোকে কোথায় মেনে নেবে?
থেকে গেছি তোর বাবাকে ভালোবেসে,
তুই আমাদের ফসল।
মায়া ছেড়ে যাই কোথায় বল?
হীরে নকল হয়, ভালোবাসা সদা আসল।
একসাথে থেকে গেলাম ভালোবেসে-
তোকে গড়ে তুললাম কান্নায়, তোকে গড়ে তুললাম হেসে।