দুই বান্ধবী কথা বলছিল পার্কে বসে:
'আমি স্কুলে যাই...খোলা আকাশের নীচে ঘুরে বেড়াই...'।
'আমি লেখাপড়া করতে চাই কিন্তু স্কুলে যাওয়া মানা,
অন্ধকারে থাকি, এখনই বাড়ি ফিরতে হবে'।


আলাপ আলোচনা বাড়তে থাকে, বন্ধু খোঁজে বন্ধুকে বাঁচাবার পথ।


পুলিশ আসে বাবু সেজে, উদ্ধার হয় বহু মেয়ে...
কারো বাবা, কারো বা ভাই, কারো স্বামী, কারো বা বন্ধু
অর্থের অভাবে এ কাজ করেছে।  পেটের জ্বালা মানুষকে
ক্ষুধার্ত নেকড়ের থেকেও সাংঘাতিক করে তোলে !
কোনও মেয়ে যেচে এ জগতে আসে না।


আইন আইনের পথে চললো। একটা বন্ধুত্ব বাঁচালো বহু জীবন...