১) একটি ভূতের গল্প


তখন রাত বারোটা
হোটেলের বারান্দায় দাঁড়িয়ে
হঠাৎ একটা বিকট মূর্তি
নিশ্চয় কেউ ভয় দেখাচ্ছে
পিছু নিলাম
সে দেওয়ালে মিলিয়ে গেল
আমি ঘেমে স্নান।


কালা জাদুর পথে নয়
আইনের পথে যাওয়া
পুলিশকে দেখালাম সেই দেওয়াল
বন্দুকের বাট দিয়ে মারতেই
ঝন্‌ঝন্‌ শব্দ
দেওয়াল ভাঙতেই বেড়িয়ে এল
বেনারসি শাড়ি জড়ানো কঙ্কাল।


২) ইলেকট্রিক গিটার


গিটার বাজানোর সময় মা বাবা বলতেন,
'লেখাপড়ার বারোটা বেজে গেছে'।
বাড়িতে শুধু গিটেরের সাথেই সম্পর্ক ছিল
আর কারো সাথে নয়।


একদিন কলেজ থেকে ফিরে এসে দেখলাম
মা বাবা যন্ত্রণায় কাতরাচ্ছেন
জামা কাপড়ে রক্তের দাগ
ওনারা বললেন,
'ডাকাত এসেছিল
ইলেকট্রিক গিটারটা নিয়ে যেতে পারেনি'।


৩) মায়ের মুখ


ওরা কেউ মায়ের মুখ দেখেনি ।


'সৎ মা আমাকে সময় মতো খেতে দিতেন না'।
'সৎ মা আমাকে হাতা দিয়ে মারতেন'।
'সৎ মা আমার গায়ে একবার আগুন দিয়ে দিয়েছিলেন'।
'সৎ মা আমাকে একবার পাহাড় থেকে ঠেলে ফেলে দিয়েছিলেন'।


পুলিশের প্রশ্ন,
'তাই কী এই নিরীহ মেয়েটার প্রতি অন্যায় করলে'?
কোনও উত্তর নেই...