সাক্ষী আকাশ, সাক্ষী বাতাস, সাক্ষী মাটি জল |
সাক্ষী ডাল, সাক্ষী পাতা, সাক্ষী ফুল ফল |


নিম্ন মধ্যবিত্ত করে করুণ সংগ্রাম |
দুঃখটাই যে বেশি | কোথায় সুখ আরাম ?


সূর্যকে আড়াল করে আঁধারের কালো হাত |
দিন যায় মরে, বাঁচে শুধু রাত |


ধমনীর রক্ত ঘাম হয়ে মাটিতে ঝরে |
অদৃষ্টের মায়াজাল ছোবল মারে |


এরমই এক পরিবার থেকে আমার উঠে আসা |
মা বাবার ত্যাগে লেখা মুক্তির ভাষা |


তাদের চোখের জল গড়েছে আমায় |
আমার সফলতায় তাদের জীবন ছন্দ পায় |


মা বাবার ভালোবাসা ঢেউ তোলে বুকে |
স্নেহ মমতার ছায়া হাসি ফোটায় মুখে |  


হাজার হাজার মা বাবার জীবন উঠুক ভরে |
সন্তানরা মানুষ হোক সকল বাধা অতিক্রম করে |