অবিবাহিত পুরুষ বলে,
'এক রকমই কথা বলি, যাতে মা সন্তুষ্ট হন'।
বিবাহিত পুরুষ বলে,
'দু জায়গায় দু রকম কথা বলি,
যাতে মা ও বউ দুজনেই সন্তুষ্ট হন'।
বিয়ের পর রাজনীতি শেখাটা জরুরি,
নইলে সংসারে আসে ভরাডুবি!
স্বামী মেরুদন্ডহীন-
হয় মায়ের আঁচলের তলায়
অথবা বউএর কথায় ওঠে বসে সারাদিন!