রোজ ও পাখি ধরার ফাঁদ পাতে।
আজ নিজেই পড়েছে পুলিশের ফাঁদে...


একটা প্রাণ খাঁচায় বন্দি-
বাজার দোকানের দর দামের ভিড়ে অস্তিত্ব হারায়।
আরেকটা প্রাণের অস্তিত্বই নেই-
এবার জেলের অন্ধকারে দিন গোণা !


মানুষ কত ভাবেই না ফাঁদ পাতে-
খাঁচা অর্থে জেল:
বন্দি জীবনই বোঝে ফাঁদে পড়ার পরাধীনতা।


মানুষ পাখির জন্য ফাঁদ পাতে, মানুষের জন্যও...
প্রথমটা স্বাধীনতা হস্তক্ষেপ, দ্বিতীয়টা স্বেচ্ছাচারের মৃত্যু।