সম্পর্ক ফুলের মতো-
গাছের শোভা বাড়ায়,
ফুটিয়ে তোলে সৌন্দর্য যত...
ঝরে গেলেই নষ্ট হয়!


আজ যদি ফুল ফোটে গাছে,
ঝরে যাবেই যাবে তা কাল।
সময়ের ফুল তোলার স্বভাব আছে,
আবার সময়ের নিয়মেই ফুল থেকে হয় ফল।


মা বাবা যদি বাগানের গাছ হন-
আমি সে গাছের ফুল!
এ ফুলের ঝরতে নেইকো মন।
হবে নাকো ফল করে ভুল।


সময় এখানে নিমিত্ত মাত্র।
ঝড় ঝাপটা এখানে তুচ্ছ।
গাছ রেখেছে বেঁধে ফুলের গাত্র,
আঁকড়ে রেখেছে গাছকে পাপড়ি একগুচ্ছ।