ত্যাগ করতে পারি জীবন, তবে গান নয়।
শিশু যেমন মায়ের কোলে সুন্দর-
এই গায়িকার গলায় গান- নইলে অস্তিত্বের অপচয়।
বাঁচার আশা- গুণীর কাছে গুণের কদর।


এক সাথে বড় হবো, আশা ছিল মনে।
নতুন জীবনের হাতছানি, বেঁধেছিলাম ঘর, স্বপ্ন দু চোখে...
মুখোশ পরা মানুষটাকে চেনা- এসেছি বাঘের বনে !
নারীর মান তার পদতলে- সুরের স্রোত দিল রুখে।


হতাশা কাটাতে লাগে সময়।
কে বেশি প্রিয়- সম্পর্ক না গান?
সুরের বাঁধন রেখেছে বেঁধে, সংসারের কী পরিচয় !
সাধনার লোভে সংসার ছাড়ি, লড়াই আপন জান।


সুরের হাত ধরে বাঁচি বাকি জীবন-
নিজের ভিতর খুঁজি নিজের আপন জন।