মানুষে মানুষে দূরত্ব মেটাও, মেটাও ধর্মের হানাহানি |
বিভেদের বসবাসে গণতন্ত্রের দু চোখে ছানি ||


ভগবান খামখেয়ালী- কারোকে দেন দু হাত ভরে, কেউবা বঞ্চিত |
প্রকৃতির সম্পদে সমান অধিকার, তবু কেন মানুষের বুকে ক্ষত ||


ধন কুবেরের লোভ আর ধন হারার ক্ষোভ |
এই কী ব্যালটের নমুনা- শোষণ শাসন দানব ||


রাজা তার মহিমা ত্যাগিয়া হয়ে যায় বিক্রি |
প্রজার নিকট ব্যভিচার করে- শকুনি কুচক্রী ||


এই রাজার পতন হয় মানুষেরই জাদু বলে |
অন্ধ বিশ্বাসের ঘুম ভাঙে যখন আটকা পড়ে ইঁদুর কলে ||


বুঝতে দেরি হলেও মানুষই বাঁচায় মানুষের অস্তিত্ব |
পতন ঘটে রাজা মহারাজার- দেবতা নয়, মানুষের অমরত্ব ||


হীরক রাজার বশে ছিল বিপুল জনতা |
মুষ্টিমেয়র হাত ধরে ভাঙলো স্বপ্ন- মানুষ জানলো আপন ক্ষমতা ||


চলবে