যার গলা যত বেশি
তার শক্তি তত কম
যার শক্তি যত কম
তার জ্ঞান তত শূন্য
যার জ্ঞান যত শূন্য
তার অস্তিত্ব তত বিলীন
যার অস্তিত্ব যত বিলীন
তার লোকবল তত মুষ্টিমেয়।


চালাক মানুষও মাঝে মধ্যে বোকামি করে ফেলে।
গলা সবারই আছে,
গলা থাকলেই জোর থাকবে।
নিজের গলাকে যে সময়ে অসময়ে টিপে ধরতে পারে,
সে আসল বুদ্ধিমান।
বুদ্ধিমান মানুষের
শক্তি প্রবল
জ্ঞান উন্মুক্ত
অস্তিত্ব উজ্জ্বল
লোকবল সহস্র।
বোকার গলায় দড়ি!


বুদ্ধিমান সবাই নয়,
একটু চালাক হওয়া ভালো।
বোকারা অতি চালাকি করে।


যে গায়ক সে সব থেকে বুদ্ধিমান-
গলা তার কথা শুনে চলে :
সে গান গেয়ে সবার মন জয় করে!