শাসক বিরোধী আলাদা হলেও জনগণ আলাদা নয় |
একই রাজার একই ছাতার তলায় আমরা ওরায় ভয় ||


ক্ষমতার লোভে রাজনীতি নয়- মানুষের ক্ষোভ মেটাবার মন্ত্র |
মানুষ শ্রেষ্ঠ জীব, তার রায় শ্রুতি, নয়কো কলের পুতুল বা কারখানার যন্ত্র ||


দলের রং হলেও গণতন্ত্রের রং নেই |
মানব মহাসাগরে মানব রচিত সভ্যতার মহাজাগরণ নয়গো অথৈ ||


রাজারানী বদলালেও মানুষের দুঃখ অমর |
শাসক বদলালেও শোষণের বদল নেই- সমাজও স্বার্থপর ||


মুক্ত ভাবে চলার দাবী- মুক্ত পথে এগিয়ে যাওয়া |
সমান অধিকার, সমান মূল্য, ভাইয়ে ভাইয়ে মিলনের হওয়া ||


আমি কারো মনিব নই, তাই কেউ নয় আমার চাকর |
আমার মতো সবার থাকুক অন্ন, বস্ত্র ও ঘর ||


সবার যোগ্যতা সমান নয় কিন্তু সবার ছাড়পত্র এক |
সবার মেধা আলাদা হলেও অভাব চুকে যাক ||


চলবে