সব কাজই বড়- হোক না মুচি মেথর |
বাবুরও পায়ে লাগে ধুলো, তবু অপরিষ্কার মনে নেশার ঘোর ||  


মানুষের ভিতর হারিয়েছে মানুষ, প্রাণের ভিতর প্রাণ |
মন ভরা জঞ্জালে, বাঁচার অর্থ মরা- বলছে অভিধান ||


মানুষের পাশে না থাকলে মানুষ- গণতন্ত্র বৃথা |
মানুষের প্রতি শ্রদ্ধা বাড়ুক, বুঝতে শিখি মানুষের ব্যথা ||


হরিজনের সেবাই গণতন্ত্রের হৃৎস্পন্দন |
সেবা ধর্মই পরম ধর্ম- আচার অনুষ্ঠানে সন্তুষ্ট তিঁনি নন ||


গদিতে বসার আগে মানুষ অনেক কথাই বলে |
গদিতে বসার পরে সেবার নামে অন্য কিছু চলে ||


ওপর তলার টাকা পৌঁছায় না নীচ তলায় |
জলের গভীরে মাছ মরে অন্তরের তৃষ্ণায় ||


নেতার কেতা দেখি প্রচুর, আমলার হাতেও গামলা |
এদিক ওদিক থেকে দলের লোকজনও চালায় আলিখিত হামলা ||


চলবে