হিংসার জবাব হিংসা নয়- গণতন্ত্র মৃত হিংসায় |
নিজের হাতে আইন তুলে, মানুষ নিজেই অস্তিত্ব হারায় ||


কাঁচের ঘরে থাকে যে জন, ঢিল ব্যবহার করা কী তার উচিত |
কিন্তু দেশের মাটিতে নড়বড়ে আজ আইনেরই ভিত ||


স্বাধীন প্রজা স্বেচ্ছাচারী, রাজার নেই নীতিবোধ |
হৃৎপিণ্ডের শিরায় উপশিরায় আজ রক্তের অবরোধ ||


স্বাধীন হওয়া যায় না অন্যকে পরাধীন রেখে |
অপরকে ব্যথা দিলে মুক্তি হারায় গণতন্ত্র থেকে ||


অপরকে সেইই ভালোবাসতে পারে, নিজেকে যে সত্যিকার ভালোবাসে |
ঘৃণার স্বভাবে বিবেক দংশন- নিয়তি অট্টহাসে ||


লোভ ক্ষোভ ক্ষতিকারক বটে- অহংকারে মৃত্যু ভয় |
ধরাকে সরা জ্ঞানে মানুষ হয়ে মানুষকে হেয় করায় মানুষেরই অবক্ষয় ||


মানুষই গণতন্ত্রের শেষ কথা- মানুষ খুঁজে পাই না কেন |
মানুষের ভিড়ে মানুষ খুঁজতে নিজেই হারাই ঘনঘন ||


চলবে