এক বালতি দুধে এক ফোঁটা চোনা- নষ্ট পুরো দুধ |
হিংসার রাজনীতিতে হিংসকের সাময়িক লাভ- পরাজিতের জোটে না খুদ ||


রাজনীতির আঙিনায় ধর্ম আসা মানে পতন নিশ্চিত |
দাঙ্গার আগুনে জ্বলে পুড়ে যায় মানব সভ্যতার ভিত ||


শহর কেন্দ্রিক সভ্যতায় হারায় বনাঞ্চল |
গ্রাম যদি না শহর হয়, স্বনির্ভর হয়, সভ্যতা অচল ||


দু চারটে মাত্র হাতে গোণা শহর, গ্রাম কোটি কোটি |
শহরে মুষ্টিমেয়র বাস, গ্রামেই সভ্যতার ঘাঁটি ||


গ্রামের হাওয়ায় প্রাণ জুড়ায়, শহুরে দূষণে কণ্ঠরোধ |
গ্রাম শুষে শহর বাড়ে, সভ্যতা নির্বোধ ||


হিংসার আগুনে গণতন্ত্র পঙ্গু, ধর্মের অভিঘাতে পীড়িত |
শহুরে দূষণে রাহুর গ্রাস- প্রয়োগ আপ্রাণ ভীত ||


মানুষের জীবন অস্থির, প্রাণের দরজা বন্ধ |
গণতন্ত্রের অস্তিত্ব নিয়ে মানুষের মনে ধন্দ ||


চলবে