ডান বাম যাইই বলো, একনায়কই সম্বল |
গণতন্ত্রে নায়কের নেই ঠাঁই, নতুবা চার পাশে অথৈ জল ||


নায়কের অভ্যুত্থান রাজতন্ত্রের অপর নাম- মৃত সমাজ |
আসমুদ্রহিমাচলের রায় যেখানে অকেজো, সেই নীতি ধান্দাবাজ ||


ডান বাম একই মুদ্রার দু পিঠ- গণতন্ত্র সব্যসাচী |
দু হাতের সমান ব্যবহার- যার এক হাত নেই, সে কভু বলে না ভালো আছি ||


সব কিছু সরকারিতে, সরকারই দেউলে; সব বেসরকারি হলে বঞ্চিতের বিনাশ |
আধা সরকারি, আধা বেসরকারি মেটায় আশ ||


নিম্ন মধ্যবিত্তের বিদ্যাই সম্বল, সরকারি প্রতিষ্ঠানে ঠাঁই |
ব্যবসাদারের ছেলেপুলে টাকা ঢেলে এমবিএ, শিক্ষার প্রতি শ্রদ্ধা নাই ||


পরের ধনে মেধাবী বাঁচুক- কে কার পড়ার খরচ দেয় |  
গরীব যাক হাসপাতালে, বড়লোকের অর্থ নার্সিংহোমে গিলে খায় ||


কৃষি ও হস্তশিল্প- গ্রামের মানুষ করে খাক |
বিদেশী বিনিয়োগের ভিড়ে গ্রামীন পরিবেশও বেঁচে থাক ||


চলবে