বিশ্ব বাজারে একচেটিয়া রাজত্ব- অর্থনৈতিক সাম্রাজ্যবাদ |
নিজের দেশকে খাইয়ে পরিয়ে আদান প্রদানে মুক্তির স্বাদ ||


আদান প্রদান না হলে, দশ টুকরো হওয়ার করুণ ইতিহাস |
বিশ্ব বাজারে সবাই ক্রেতা, সবাই বিক্রেতা- এক বিক্রেতা সবাই ক্রেতায় ব্রিটিশের উপহাস ||


অন্য দেশ দখল করার যুদ্ধ লড়া অনৈতিক |
তিব্বৎ হোক বা প্যালেস্টাইন অথবা পূর্ব ইউরোপ বা দক্ষিণ আমেরিকা- অত্যাচারীকে শত ধিক ||


বিশ্ব আদালত শুনবে সব দেশের অব্যক্ত অভিব্যক্তি |
দু চারটে মাত্র হাতে গোণা দেশ বিশ্ব চালায় না- গৃহিত নয় কটূক্তি ||


দেশটা যেমন দশের জমি, বিশ্বটা নয়কো কারো জমিদারি |
সব দেশে একই মানুষ, একই মাটি, মানবধর্ম, বিশ্ব শান্তি গড়ি ||


মানব সভ্যতায় মানুষেরই জয় |
মানুষ পাশে থাকলে, মানুষের কিসে ভয় ||


মানুষে মানুষে সম্পর্ক গড়ে তুলি চলো |
আইনের পথে অমানুষের ব্যবস্থা- সুন্দর পৃথিবী ছাড়ি ভিন্ন গ্রহে পাঠাবার কথা বলো ||


চলবে