গণতন্ত্র আমার ভগবান, গণতন্ত্র আমার ধর্ম, গণতন্ত্র আমার মন্ত্র |
গণতন্ত্রের চরণে আত্মবলিদান- এটাই শ্রেষ্ঠ তন্ত্র ||


নেতা আমলা হবো না, দলের ক্যাডারও না |
মানুষ হয়ে মানুষেরই পাশে চিরকাল থাকা ||


রাজনীতি রাজার নীতি- আমি মূর্খ প্রজা |
মানুষের কাছে থাকতে চাই- গদিতে বসলে দূরত্ব বাড়ে, আজব সাজা ||


লড়াইটা বাঁচার, লড়াইটা অধিকারের, লড়াইটা সমান মূল্যের |
মানুষের লড়াইয়ে আমিও সামিল- কাঁধে কর্তব্য আছে ঢের ||


আমার মধ্যে যে জন আছেন, তাঁকে দেখি আর্ত নারায়ণে |
জন্ম যাবে না বিফলে- একজনকে মুক্তি দিতে পারিনে ||


নিজের মুক্তির কথা যে ভাবে, সে সব থেকে বড় চোর |
নিজের স্বার্থে ভুলেও যেন মানুষকে না করি পর |


গণতন্ত্রের নামে নিলাম আমি শপথ |
সত্য ও অহিংসাই দেখাবে শ্রেষ্ঠ পথ ||


চলবে