মহাজ্ঞানী বলেন, ঠিক নয় অতি স্বাধীনতা |
মূর্খ মানুষ বোঝে না নিজের ভালোমন্দ- রাজার দেখানো পথেই চলুক আমজনতা ||


নিজের ভালো পাগলেও বোঝে, নেই তা অজানা |
এক পাল গাধার মাথার ওপর যদি বসে বাঘ- বাঁধা পাখির ডানা ||


এক দল বাঘের কথায় চলে যদি একটা গাধা- সে না জেনেই চলবে সঠিক পথে |
গণতন্ত্র নিপাত গেলে মৃত্যু নিশ্চিত তাতে ||


নায়ক যে পন্থী হোক- একই মুদ্রার এপিঠ ওপিঠ |
মানুষের ব্যর্থ হাহাকার, চাবুকের ঘায়ে অস্থির গণতন্ত্র, নরকের কীট ||


হাসি শুনতে এগিয়ে যাই- সজাগ থাকুক কান্না শোনার কান |
নিজের মর্যাদা রাখতে বজায়, রাজা দিক ফিরিয়ে সকলের মান ||


ক্ষমতার লড়াইয়ে লড়ে জিতে বহু বাহুবলি বসে সিংহাসনে |
জল ঘোলা করে পান করা মিথ্যে প্রতিশ্রুতি- কালো হাতের অর্থ দানে ||


যে দল জিতে ক্ষমতায় আসে, সেইই ভোগ করে |
গণতন্ত্রের জয় হলেও বিরোধীপক্ষ হাভাতে মরে ||


চলবে