ধন কুবেরের বিপুল অর্থ কোনও দেব মন্দিরে সঞ্চিত |
খাওয়া পরা ছাউনি, শিক্ষা সুরক্ষা স্বাস্থ্য, ধন ধ্যান মুক্তি- মানুষ আজও বঞ্চিত ||


তাহলে কী ভগবানের মতো মানুষও খামখেয়ালী |
মানুষের অসীম লোভে আজ মানুষই বলি ||


একজনের লোভ অন্যজনের ক্ষোভের কারণ |
একজনের জীবন বীমা ওপরের ডাকে মরণ ||


কেউ বোঝায় প্রতিযোগিতা, কেউ বলে দ্বন্দ্ব |
আমি বলি আপস ও সহযোগিতা ছাড়া মন প্রাণের দরজা বন্ধ ||


ভাগ করে না খেতে শিখলে, খাবারের অপচয় |
কাড়াকাড়ির শেষ নেই, মজুদ ধানও পচে যায় ||


মানুষ হয়ে জন্মেছি, মানুষ হবো না কেন |
প্রজার গুণেই রাজা গুণী- একথা জেনো ||


যত নষ্টের কারণ হল লোভ আর ক্ষোভ |
কয়লার রং ধুলেও যায় না- এটাই সব থেকে বড় অমানব ||


চলবে