আজকের রোজগারে আজকেই খাওয়া,
কালকের কথা কাল ভাবা যাবে।
গোটা সমাজ যাকে খেয়ে বসে আছে,
সে দিনে রাতে কি আর খাবার খাবে!


ভাবলে অবাক লাগে- কিভাবে কালকের ভাবনা
বিসর্জন দেয় সুস্থ মাথার মানুষ।
সঞ্চয়ই যখন জীবনের হেতু-
ব্যাংকে টাকা থাকলেই দিল খুশ।


বড়োলোকের মাথায় তাই নেই কোনো চাপ।
মধ্যবিত্ত চেষ্টা করে চাপ কমাবার।
গরীবেরতো মাথা খারাপ হয়ে যাওয়া উচিত-
কিন্তু তা হয়না কেন বলি এবার।


তাদের কাছে জীবন মানে সির্ফ চলার একটা পথ-
প্রতিদিনের পথ চলা নিয়তির সাথে,
আমার আপনার মতো ঘড়ি ধরে সময়ের সাথে নয়-
ভবিষ্যতের চিন্তা যার নেই, সে জয়ী ভাগ্যের অভিঘাতে।


কি পেলাম, কি পেলাম না, হিসাব করে যারা,
মূর্খ বলি তাদের- চলার আমেজ মাটি।
খালি হাতে এসেছি, খালি হাতেই যাবো,
কেবল চলার আনন্দে মাতি।


আমার আপনার পায়ে জুতো,
সর্ষে লাগানো গরীবের পায়ে-
তাই সে দেখে না ঘড়ি
আর ভাগ্যের সাথে কুস্তি লড়ে নির্ভয়ে।


ভাগ্যকে আমি আপনি পাই ভয়,
সময় মেপে করি কাজ-
এটাই আমাদের যত দোষ।
নিয়তি ও সময় শেষ বস্ত্র- গরীবের নেইকো লাজ।