মাটি সহিষ্ণুতার প্রতীক
কিন্তু কোনও মর্যাদা নেই
কারণ সবাই তাকে মাড়িয়ে যায় |


আকাশ উদারতার প্রতীক
কিন্তু কোনও অস্তিত্ব নেই
কারণ পুরোটাই মহাশূন্য |


মানবিকতা ধর্মের প্রতীক
কিন্তু কোনও প্রয়োগ নেই
কারণ মান ও হুঁশ, দুটোই অধরা |


জীবন জলের প্রতীক
কিন্তু কোনও নিশ্চয়তা নেই
কারণ কখন কী হয় বলা যায় না...


সাদা পায়রা শান্তির প্রতীক
কিন্তু সে লোভের শিকার
কারণ শিকারী নরম মাংসের জন্য তাকে করেছে বধ |


মৃত্যু স্তব্ধতার প্রতীক
কিন্তু কোনও মুক্তি নেই
কারণ মরেও শান্তি মেলে না!