হারানো জীবনে খুঁজি কাকে।
সব হারিয়েও না হারাই যাকে।
সময়কে দেখেছিলাম জীবনের বাঁকে।
সে যে তারই রূপ, বোঝাইনি আপনাকে।
এখন বুঝি, দেখা হয়েও দেখা হয়নি তাকে।
কল্পনায় মন তার ছবিই আঁকে।
ধরতে পারি না সময়, সে ঘড়িতেই থাকে।
সে আমারে বেঁধেছে নিয়তির পাকে।
পালাবার পথ নেই, মুক্তি লুকায়ে কোন ফাঁকে।
সে যে কেবল হাতছানি দিয়ে ডাকে,
কাঠি পড়ুক ছাই না পড়ুক হৃদয়ের ঢাকে।
ধূপের গন্ধে মম ঘর, পাইনে টের নাকে।