স্বর্গের খুব কাছাকাছি
আমি পা রেখেছি |
এ যে মায়াবী পাহাড়ের দেশ...
পাথরের কোল ঘেঁষে যায় বয়ে নদী |
দেখবে দু চোখ ভরে আসো যদি-
তোমার লাগবে ভালো বেশ |    


আকাশের নীল খায় চুমু জলে |
সূর্যের গোলাপী মেলায় অতল তলে |
মঠ মন্দিরে ভরা দু ধার |
বাজাও ঘন্টা, দাও জয়ধ্বনি |
প্রদীপের আরতির অচিন হাতছানি |
নৈসর্গিক রঙে রাঙা এ সংসার |  


ভোরের আলোয় সাত রঙা সাত সুর |
তা ধিন তা তালে মনোময় দিন দুপুর |
বিকেলের হাত ধরে আসে সন্ধ্যা, বাজিয়ে বিজয় শঙ্খ |
কুলকুল ছন্দে গঙ্গা বয় রাতে |
কাম কাঞ্চন ভরা জীবনে অজানায় মন মাতে |
মানুষ জমায় ভিড় হেথায় অসংখ্য |


হিমালয়ের কন্যা হে ভারত মাতা |
মঙ্গল আলোকে মোদের জীবন গাঁথা |
পাহাড় ডাকে, 'আয় ছুটে আয়' |
কাল ভুলে যাই চলে মহাকালের পথে |
ঘুরে বেড়াই এ-কূল ও-কূল পুষ্প রথে |
প্রাণপাখি বাউল গায় |