যা ভাববে ঠিক তাইই হবে:
ভালো ভাবলে ভালো, খারাপ ভাবলে খারাপ।


আচ্ছা, কোনও ভিক্ষুক কী কোনও দিনও ভাবেনি রাজা হওয়ার কথা
অথবা যে রাজ্য হারালো, সে কী ভেবে হারিয়েছিল সেটা ?
আমি যা ভাবি ঠিক তার উল্টোটাই হয়।
তাই সোজা পথে চললেও, সোজা ভাবি না !
কারো আবার ভালো ভাবলেও খারাপ হয়, খারাপ ভাবলেও খারাপ।


যে বুদ্ধিমান সে ভেবে সময় নষ্ট করে না- ফলাফল নিয়েও ভাবে না-
কাজটা সময়ে করে মাত্র...শুধু সময়ের কাজটা সময়ে...