অনেকের ঝোল টানার স্বভাব থাকে।
মাছের ঝোল নয়,
নাকের ঝোলও নয়,
তবে কী...
কথার ঝোল!


কবে কে কী বলেছে,
তাই নিয়ে আজও চলছে,
আগামী দিনেও চলবে।
গরুতে যেমন জাবর কাটে!
মশা যেমন কানের কাছে গান গায়!
ব্যাঙ যেমন ডাকে গলা বাড়িয়ে!
নেতা যেমন বক্তৃতা দেয় মাঠে ময়দানে!


এর নামই সংসার।
সোনার সংসার।
ঝোলের মতো সে বেড়ে চলে
এপার থেকে ওপার।
কথার অপর নাম স্রোত।
আবার কথা পুকুরের মতো, কাটলে বড় হয়;
সম্পর্ক সিগারেটের মতো, টানলে ছোট হয়।
ভাঙা গড়া নিয়েই চলে জীবন।
ঝোল টানার জন্যই যত টানা পোড়েন।


যে ঝোল টানে না, সে বৈরাগী,
সংসারে থেকেও নেই।
ঝোলেই অম্বল-
ঝোল যে টানে না, তার অম্বল হয় না,
কম্বল গায়ে দিয়ে নিজেকে ঢাকার কোনও প্রয়োজন নেই!