দারুণ সাহস।
জঙ্গলে যখন যায়
পায়ের শব্দ শুনে
পশুরাজ ও বলদে এক ঘাটে জল খায়।


বন্দুক হাতে চলেছে শিকারী।
আজ বাঘ মারবেই।
কী বাঘ?
রয়েল বেঙ্গল টাইগার?
মেরে মেরে হাত পচে গেছে।
আজ চিতা বাঘ মারবে!


চিতা এসেও গেল সামনে, বললো,
'ওরা সকলে মিলে আমাকে পাঠালো আপনার কাছে,
বড়কর্তার হাতে মরলে স্বর্গ বাস হয়'।


গুলি লাগলো মাথায়।
নিস্তেজ দেহ।
চিতা বাঘের মাথাটা বাড়ির ড্রয়িং রুমে রাখলে,
লোকে জিম করবেট বলবে।
কাছে যেতেই
পিছন থেকে আরেকটা চিতা বাঘের ছায়া এসে ঘাড় মটকে দিল।
কায়া মৃত, কিন্তু ছায়া অমর!


শিকারী মরলো না।
মরলো তার শিকারী সত্তা।
জ্ঞান যখন ফিরলো,
তখন নিজের বাড়ির ড্রয়িং রুমে।
দেওয়ালে ধর্মাশোকের একটা মূর্তি জ্বল জ্বল করছে।