জমি কার?
আইনের, সরকারের না মানুষের?


মানুষ দু দিন স্নান না করলে নাভিতে মাটি জমে যায়-
মাটির সাথে মানুষের নিবিড় সম্পর্ক |
যেমন বিন্দু বিন্দু জল গড়ে তোলে সমুদ্র,
ঠিক তেমনই মানুষের বিন্দু বিন্দু শক্তি গড়ে তোলে
নেতা বা নেত্রীর অসীম ক্ষমতা!


আইন প্রণয়নকারী কে?
মানুষ না সরকার?


গণতান্ত্রিক দেশে আইনের উর্দ্ধে কেউ নয়,
কিন্তু আইন অমান্য করার ক্ষমতা শুধু মানুষেরই আছে-
এটা তার গণতান্ত্রিক অধিকার!
এই অধিকার আবার সরকারের নেই...
আইন বিপথগামী হলে জনগণ তাকে পথ দেখায়-
যেমন এ দেশে ব্রিটিশ আইন সংশোধিত হয়েছিল |
তেমনই সরকার বিপথগামী হলে, মানুষই তাকে সরিয়ে দেয়-
দেশ ছাড়াও করে |


মানুষই সব-
মানুষই ব্রম্ভ, ব্রম্ভই মানুষ |
জমি মানুষের, সরকার বা আইনের নয় |
অধিগ্রহণ করাটা এখানে অনধিকার চর্চা-
মানুষ বঞ্চনার শিকার হলেই অধিগ্রহণকারী নিপাত যাবে |
টাকার স্থায়িত্ব নেই, জমির স্থায়িত্ব অটুট-
মানব সভ্যতার জয়গানরে মধ্যে দিয়ে তা পরিস্ফুট
কারণ এই পৃথিবীতে মানুষই স্থায়ী |