প্রেমের জন্ম ঘর সংসারে
কিন্তু চার দেওয়ালে প্রেম সীমাবদ্ধ নয়-
তার ঠাঁই বিশ্ব সংসারে।
প্রেম যদি ঘরের ভিতর বদ্ধ থাকতো,
তাহলে জীব কুল নিপাত যেত।  


'কাবেরী নদীকে বয়ে যেতে দিন ঋষি অগস্ত্য',
তীর্থের কাক হয়ে গণেশ সংবাদ পৌঁছে দিলেন তাঁর কানে।  
তাঁর ভুল ভাঙলো।
নিজের স্বার্থে কত নিরীহ প্রাণ বলি যায়।
ঋষি যদি না বোঝেন, সাধারণ মানুষ কিভাবে বুঝবে!

গণেশ আমাদের শুভ বুদ্ধি।
কাক শুদ্ধিকরণের এক রূপ মাত্র।
ঋষি অগস্ত্য বিবেক।
কাবেরী নদী জীবনের স্রোত।
লোপামুদ্রা বিবেকের ওপর ধুলোর প্রলেপ মাত্র-
কমণ্ডলুতে আবদ্ধ।


ঋষি অগস্ত্য-এর প্রেম বয়ে গেল বিশ্ব চরাচরে।
শস্যশ্যামলা হল বিশ্ব।
আত্মিক প্রেম থেকে জাগতিক প্রেম-
প্রেমের পরিপূর্ণ বিকাশ।