চারকোনা আর্ট পেপারে শোভা পাচ্ছে আউট্রম ঘাট...
থামলাম একটু দেখবো বলে:
প্রকৃতিকে বেঁধেছেন শিল্পী প্রাণের বাঁধনে |
তিনি জিজ্ঞেস করলেন, 'ছবি কিনবেন'?
আমি বললাম, 'ভাই, ঘরে রাখার জায়গা নেই' |
ভাবলাম বুঝি বলবে, 'তাহলে দাঁড়িয়ে দেখছেন কী'?
কিছু বললেন না |

কিছুক্ষণ পর রং তুলি রেখে টিফিন কৌটোটা বার করলেন |
তখন বেলা তিনটে, আমি লাঞ্চ করি একটার সময়...
আজ ভাত আর মুরগী...
টিফিন কৌটোটা থেকে বার হল শুকনো পাউরুটি!
একটা কাক কা কা করতে করতে এগিয়ে এল,
উনি একটু পাউরুটি ছুঁড়ে দিলেন!


আমি চলে গেলাম অন্য দিকে প্রকৃতির আসল রূপ দেখবো বলে |
কিন্তু মনের মধ্যে ছবিটা ভাসছে:
ঘরে রাখার জায়গা না হলেও, মনে রাখার জায়গাতো আছে |


হয়তো কেউ কিনবে ছবিটা |
ছুঁড়ে দেবে এক টুকরো পাউরুটি |
ওর পরিবার দু ফোঁটা চোখের জল মুছবে |
হয়তো ও আকাশ দেখবে উদাসীন হয়ে-
ভাববে আঁকবো গোটা আকাশ!
আর হঠাৎ একটা কাক এসে ছিনিয়ে নিয়ে যাবে গোটা পাউরুটি |


শিল্প বাঁচল আমার মনে, শিল্পী কী বাঁচবেন বাস্তবে?