পাপা মামনি
এসে গেছি কলাবনি |
চল্লিশ একর জমি ঘিরে,
গাছ পাতা আর লতার ভিড়ে,
গড়েছেন তারা স্বপ্নের ইস্কুল |
মরা গাছে ধরল বুঝি বসন্তের মুকুল |
মরা গাঙে এল জীবন জোয়ার |
রামধনু রং রাঙায় আকাশ আবার |
খোলা থাকে সাহায্যের দোর |
বারিক বাবু ও তার কর্মচারীরা লড়ে আনছেন নতুন ভোর |
উল্টো হাওয়া যেমন বয় তেমনই বইছে |
গাঁয়ের খোকা খুকুরা সব মুক্তির কথা কইছে |