মা বলছেন, 'বড় হ। পিছন তাকাস না'।
বাবা বলছেন, 'যেখানে সুযোগ পাবি বড় হওয়ার, সেখানে যা'।


শিক্ষক বলছেন, 'দেশ ছাড়, বড় হ'।
পিএইচডি বলছে, 'আমার আলো এগিয়ে নিয়ে চ'।


সমাজ বলছে, 'তুই স্বার্থপর'।
দেশ বলছে, 'তোকে দরকার নেই আর'।


দুঃখ বলছে, 'আমাকে ভুলতে হলে পালা এখান থেকে'।
সংগ্রাম বলছে, 'আমাকে ভুলতে হলে পশ্চিমা রং গায়ে নে মেখে'।


জীবন বলছে, 'এগিয়ে চল, সে যে দেশের পথই হোক'।
যাপন বলছে, 'নিম্ন মধ্যবিত্তআনা আর যেন তোকে না দেয় শোক'।


পরীক্ষা বলছে, 'এবার তুই সফল হবিই'।
সফলতা বলছে, 'যেখানে মর্যাদা নেই, সেখানে থেকে লাভ কী'!


বিজ্ঞান বলছে, 'দু চোখ ভরে শুধু আমাকে দেখ'।
প্রযুক্তি বলছে, 'মাংস ভাত খা, পান্তা জলে পড়ে থাক'।


বিবেক বলছে, 'সকলকে মনে রেখে পা বাড়া সামনের দিকে'।
বুদ্ধি বলছে, 'কর্তব্য করে অবুঝের মুখ দে ঢেকে'।


আমি কবি বলছি, 'আর ভালো লাগছে না এই দেশে'।
নিম্ন মধ্যবিত্তআনা বলছে, 'বিদায় নে এক গাল হেসে'।


ভগবান বলছেন, 'সব জায়গায় সব সময় সবার সাথে আমি আছি'।
ধর্ম বলছে, 'সৎ পথে নিজের কাজ কর, তাহলেই আমি বাঁচি'।