আগেকার দিনের মানুষ খেতেন সবকিছু খাঁটি,
তাই যুঝতেনও বহুদিন-
রোগ ব্যাধি ধারে কাছে ঘেঁষতে পারতো না।
বলা যায় ঘেঁষতে সাহস পেত না !
এ যুগে আমরা জল মেশানো দুধ হজম করতে পারি
কিন্তু খাঁটি দুধ খেলে পরেই গ্যাস হয়।
কম বয়সে মারা যাওয়াটা এ যুগের একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে বলতে পারেন।


কী খাওয়ালো আমাদের মহানগরী তিলোত্তমা কলকাতা !
ভাগাড়ের গন্ধে ভরে গেছে ভোরের স্নিগ্ধ বাতাস,
জলে মেশানো মৃত পশুর জমাট বাঁধা রক্ত।
ভাবতে অবাক লাগে মানুষের লোভের ব্যাপ্তি-
মহানায়ক ডুবে যান টাকার চোরা বালির অতলে।


ফরমালিন এখন পোটাসিয়াম সায়ানাইডের থেকেও বিষাক্ত।
কোথায় নেই ভয়- সার দেওয়া বেগুন থেকে হাইব্রিড মাগুর !
কোথায় নেই ভয়- না খেয়ে মরা থেকে খেয়ে মরা !