বর খেলল মিত্র ক্লাবের হয়ে,
বৌ খেলল দত্ত ক্লাবের হয়ে।
দুই ক্লাবে দারুণ দ্বন্দ্ব।
প্রায় মুখ দেখাদেখি নেই।
স্বামী স্ত্রীর মিলমিশ প্রচুর।
জনতা ভেবে অবাক হয়-
তাহলে দুজনের মধ্যে কী বিচ্ছেদ হয়ে যাবে!


বর হেরে ভূত।
বৌ বিজয়ী।
প্রথম মুখ খুলল বর,
'গোপন খবর জানার জন্য গেছিলাম।
আমি না হারলে, ও কিছুতেই জিততে পারতো না।
আমরা আসলে সবাই দত্ত'।
বৌ তখন সরষে ইলিশ ও গলদা চিংড়ির মালাইকারি রাঁধছে বরের জন্য।
যে ভালো ঘর সামলায়,
সে দেশও সামলাবে দারুণ।
বরের বৈষয়িক বুদ্ধি কম।
সে পাকা ব্যবসাদার।
প্রেম দুজনেরই গভীর।