মা বাবা হলেন সমুদ্র সৈকতের বালি-
শুষ্কতা ধর্ম, তবু শুকিয়েও শুকায় না-
নোনা জলকে কোলে আঁকড়ে রাখে সন্তানের মতো |


আমি এক সপ্তাহ আগে আমেরিকায় এসেছি |
রান্নাবান্না জানি না, করার সময়ও হয়ে ওঠে না...
খাওয়া বলতে খিচুড়ি আর ডিম সিদ্ধ |
ওমা, মা বাবাও মাছ মাংস খাওয়া ভুলে গেলেন!
বাড়িতেও সেই খিচুড়ি আর ডিম সিদ্ধ!
মা কী রান্নাবান্না ভুলে গেলেন?
বাবা কী বাজার দোকান করা ছেড়ে দিলেন?
কলকাতায় তো বাজার দোকান কাছে,
আমেরিকার মতো দূরে নয় |
পায়ে হেঁটেই কাজ হয়, গাড়ির দরকার পড়ে না |


অর্থ থাকলেই অন্ন থাকে না-
চারদিকে শুধুই সমুদ্র, মরুভূমি কোথায়!  


(প্রবাসে লেখা)